Thursday, January 22, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদশিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়া খোয়াই শহরের অনেক পরিবার সরকারি সাহায্য পায়নি কেন সেই...

শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়া খোয়াই শহরের অনেক পরিবার সরকারি সাহায্য পায়নি কেন সেই বিষয়টি খতিয়ে দেখতে পুর কাউন্সিলররা বৈঠক করেন মহকুমা শাসকের সাথে

খোয়াই প্রতিনিধি ১লা আগস্ট…. মঙ্গলবার দুপুরে খোয়াই পুর পরিষদের পাঁচজন কাউন্সিলর মিলে প্রতিনিধিমূলক খোয়াই মহকুমা শাসক বিজয় সিনহার সাথে সাক্ষাৎ করেন। মূল প্রসঙ্গটি ছিল গত মাস দুয়েক আগে শিলা বৃষ্টিতে খোয়াই মহকুমার বিভিন্ন এলাকার সাধারণ নাগরিক দের বাড়ি ঘরে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তারমধ্যে শুধু খোয়াই পুর পরিষদের প্রায় ২০০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার গুলির মধ্য থেকে প্রায় ১৭০০ পরিবারকে সরকারিভাবে আর্থিক সাহায্য করা হয়েছে। এরমধ্যে এখনো প্রায় ৩০০ পরিবার শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সরকারি আর্থিক সাহায্য এখনো পায়নি সেই বিষয়ে আজ মহকুমা শাসকের সঙ্গে পুর পরিষদের কাউন্সিলর গন সবিস্তারে আলোচনা করেন। মহকুমা শাসক কাউন্সিলরদের আলোচনা শুনেন এবং খোয়াই পুর পরিষদের কাউন্সিলর দের কে আশ্বস্ত করেন যে খুব দ্রুত শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়া বাকি পরিবার গুলিকে সরকারি আর্থিক সাহায্যের ব্যবস্থা করা হবে। আজকের এই প্রতিনিধিমূলক সাক্ষাৎকার ছিলেন খোয়াই পৌর পরিষদের কাউন্সিলররা এরা হলেন পীযূষ কান্তি দাস চৌধুরী, শঙ্কু পাল, মৃত্যুঞ্জয় নাথ শর্মা, খোয়াই পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নিবাস সাহা,ও ঝর্ণা দেব বিশ্বাস। খোয়াই পুর এলাকার সমস্ত কাউন্সিলররা পৌর এলাকার জনগণের সাথে নিবিড় সম্পর্ক বজায় রেখে কাজ করার জন্ন আপ্রাণ চেষ্টা করে চলেছেন। পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা জনগণের নিত্যদিনের যে সমস্যাগুলো রয়েছে সেগুলি সমাধানের ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা গ্রহণ করতে দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন খোয়াইয়ের শুভবুদ্ধি সম্পন্ন জনগণ। এখন দেখার বিষয় মহকুমা শাসক খোয়াই পুর এলাকার শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বকায়া পরিবার গুলিকে আর্থিক সাহায্যের বিষয়টা নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে এবং বাকি সরকারি সাহায্য গুলি কত দিনের মধ্যে সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলি পায় সেটাই লক্ষনীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 + nine =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য