মেডিকেল কলেজের পর এবার রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যে প্রথম বারের মতো চালু হলো সরকারি নার্সিং কলেজ। যার নামকরণ করা হয় আগরতলা গভমেন্ট নার্সিং কলেজ। রাজধানীর আইজিএম হাসপাতালে চত্বরে নবনির্মিত ভবনে চালু হওয়া এই নার্সিং কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন হলো মঙ্গলবার। যার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব দেবাশীষ বসু সহ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন সকালে ফলক উন্মোচন এর মধ্য দিয়ে কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, মানব সম্পদকে কাজে লাগিয়েই আগামী দিন শ্রেষ্ঠ ভারত শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে চলেছে কেন্দ্র ও রাজ্য সরকার। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যাতে কোন দিক দিয়ে খামতি না থাকে, সেই চেষ্টা করছে রাজ্যের বর্তমান সরকার। রাজ্যে এখন অনেক রোগের চিকিৎসা সম্ভব। এরপরেও দেখা যায় অনেকে কথায় কথায় বাইরে চলে যায়। এই প্রবণতা কমাতে উদ্যোগ নিতে হবে চিকিৎসকদেরই। রাজ্য সরকার তার সাধ্য অনুযায়ী স্বাস্থ্য পরিকাঠামোর মান উন্নয়ন করবে। সরকারের সদিচ্ছার কোন অভাব নেই। শুধু প্রয়োজন সময়ের।



