রাজ্যের অন্যতম প্রধান বাজার হলো মহারাজগঞ্জ বাজার। এই বাজারের নেতাজি রোড এলাকায় যানজট একটা নিত্যদিনের সমস্যা। দীর্ঘদিন ধরেই এই যানজটের কারণে চরম নাজেহালের শিকার হন সাধারন মানুষ। সেখানে রয়েছে আবার একটি শিক্ষা প্রতিষ্ঠানও। সখীচরণ বিদ্যানিকেতনের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারাও প্রতিদিন এই যানজটের শিকার। স্কুলের সামনে বিভিন্ন ধরনের যানবাহন পার্কিং করে রাখার ফলে স্কুলে প্রবেশ করতে গিয়ে নানা অসুবিধার সম্মুখীন হন ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। একই পরিস্থিতি তৈরি হয় স্কুল ছুটির পরেও। সরকারি নির্দেশিকা না থাকা সত্ত্বেও স্কুলের সামনে রাস্তায় যানবাহন পার্কিং করার ফলে প্রায় সময় দুর্ঘটনার ও শিকার হন ছাত্রছাত্রীরা। তাই দীর্ঘদিন ধরে চলে আসা এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা বারবার জানিয়ে আসলেও কোন সুফল নেই। তাই ছাত্রছাত্রীদের ধৈর্যের বাঁধ যেন চরম আকার ধারণ করে। তাদের অভিযোগ সমস্যা সমাধানে পৌর নিগম কিংবা ট্রাফিক দপ্তর নির্বিকার। তাদের ব্যর্থতার কারণেই যানবাহন মালিকেরা স্কুলের সামনে যত্রতত্র গাড়ি পার্কিং করে রাখছেন। আর তাতে করে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন তারা। তাই দীর্ঘদিন ধরে চলে আসা এই সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে এবার রাস্তায় নামতে বাধ্য হলেন স্কুল পড়ুয়ারা। মঙ্গলবার স্কুলের পঠন-পাঠন ছেড়ে ছাত্রছাত্রীরা স্কুলসংলগ্ন রাস্তা অবরোধে সামিল হন। আর এই অবরোধের জেরে যানজট যেন আরও বেশি করে চরম আকার ধারণ করে। স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ট্রাফিক দপ্তরের আধিকারিকরা। পরে ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের সাথে আধিকারীকরা আলোচনা করে সহসাই সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেন পড়ুয়ারা।



