তেলিয়ামুড়া প্রতিনিধি :-
ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে গতকাল রাতের অন্ধকারে চোরের দল চুরিকাণ্ড সংঘটিত করে মন্দিরের দরজার লক ভেঙে মন্দিরের ভেতরে প্রবেশ করে, মন্দিরের ভেতরে থাকা দুইটি প্রণামী বাক্সের মধ্যে থাকা টাকা চুরি করে নিয়ে যায় এবং প্রণামী বাক্স গুলিকে মন্দিরের ভেতর ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখে। পরবর্তীতে রবিবার সকালে মন্দির কর্তৃপক্ষ এই বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে সঙ্গে সঙ্গে মন্দির কর্তৃপক্ষ এই বিষয়টির খবর দেয় তেলিয়ামুড়া থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলের ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ এবং একটি চুরির মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করে।
উল্লেখ্য, বিগত কয়েক দিনের মধ্যে তেলিয়ামুড়ার বেশ কয়েকটি মন্দিরে এই ধরনের চুরির ঘটনা ঘটেছে। ফলে প্রশ্ন উঠছে তেলিয়ামুড়া থানা এলাকার রাত্রিকালীন পুলিশি ব্যবস্থার সক্রিয়তা নিয়ে



