তেলিয়ামুড়া প্রতিনিধি:–
তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকাতে মথা দলের ভাঙ্গন অব্যাহত। রবিবার আরও একবার মন্ত্রী বিকাশ দেববর্মা সহ স্থানীয় এবং জেলা স্তরের বিজেপি নেতৃত্বদের হাত ধরে বড়সড় ভাঙ্গন ঘটল আনারস শিবিরে। কৃষ্ণপুর বিধানসভার অন্তর্গত রঙ্গিয়াটিলা এলাকাতে এক সাংগঠনিক সভার মধ্য দিয়ে ৩৭ পরিবারের ৯০ জন ভোটার ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হয়েছেন। নবাগতদের পদ্মবনে স্বাগত জানিয়ে রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা দাবি করেছেন বর্তমানে যেভাবে, যে দিশায় জনজাতি সহ সমস্ত অংশের মানুষের আর্থসামাজিক ব্যাবস্থার উন্নয়নে ভারতীয় জনতা পার্টির সরকার কাজ করে চলেছে, তাতে আকৃষ্ট হয়ে গোটা রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান প্রক্রিয়া চলছে। রবিবার এই যোগদানে উৎফুল্ল হয়ে মন্ত্রীর দৃপ্ত ঘোষণা মানুষ দিকে দিকে বুঝতে পারছেন উন্নয়নের জন্য একমাত্র প্রয়োজন ভারতীয় জনতা পার্টির সরকার। মথা সম্পর্কে বলতে গিয়ে বিকাশ দেববর্মার স্পষ্ট বক্তব্য হচ্ছে,, দিকে দিকে মানুষ মথার সংস্পর্শ ত্যাগ করে স্পষ্ট বার্তা দিতে চলেছেন যে বিভ্রান্ত করে, ভুল বুঝিয়ে মানুষকে বেশি দিন উন্নয়ন থেকে দূরে সরিয়ে রাখা যায় না। এদিনের এই সভায় মন্ত্রী বিকাশ দেববর্মা সহ বিজেপির খোয়াই জেলা নেতৃত্ব বিজন কর সহ অন্যান্য বক্তারা নিজেদের আলোচনায় দৃঢ় আশাবাদ ব্যাক্ত করতে গিয়ে বলেন আগামী দিনে সকলকে সাথে নিয়েই উন্নয়নের গতিধারা অব্যাহত থাকবে।



