রাজ্যের বামফ্রন্ট সরকারের আমলে বিদ্যুৎ পরিষেবা ছিল অনেকটাই স্বস্তিদায়ক। রাজ্যের উৎপাদিত বিদ্যুৎ রাজ্যবাসীর চাহিদা পূরণ করে বহির রাজ্যে রপ্তানি করা হতো। আর এখন এই বিদ্যুতের যন্ত্রণায় অতিষ্ট রাজ্যের মানুষ। একদিকে প্রচন্ড গরম, তার মধ্যে আবার ঘন ঘন লোডশেডিং। ফলে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে রাজ্যের বিদ্যুৎ পরিষেবা। এতে করে সাধারণ মানুষ চরম অস্বস্তিতে। এরকম অভিযোগ এনে এবার রাস্তায় নামল সিপিআইএম দলের নেতাকর্মী সমর্থকরা। বিদ্যুৎ পরিষেবা নিয়ে একগুচ্ছ অভিযোগ এনে সোমবার বিদ্যুৎ নিগমের কার্যালয়ের সামনে বিক্ষোভে শামিল হলেন সিপিআইএম দলের কর্মীরা। এদিন সিপিআইএম দলের কর্মীরা মিছিল করে নিগমের কার্যালয়ের সামনে এসে এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন। যার নেতৃত্ব দেন সিপিআইএম নেতা অমল চক্রবর্তী। বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে অমল চক্রবর্তী বলেন, বিজেপির নেতৃত্বাধীন সরকার রাজ্যের প্রতিষ্ঠিত হবার পর থেকেই বিদ্যুৎ পরিষেবা বেহাল হয়ে পড়েছে। ইদানিংকালে তা যেন চরম আকার ধারণ করেছে। ঘন ঘন লোডশেডিং এর জেরে দুর্বিসহ হয়ে উঠছে জনজীবন। অথচ পরিষেবা স্বাভাবিক করার কোন ধরনের উদ্যোগ নেই। এর মধ্যেই আবার নিগম বিদ্যুতের মাশুল বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়। খুব শীঘ্রই বাড়বে বিদ্যুতের দাম। পরিষেবার মান উন্নয়ন না করে মাশুল বৃদ্ধির তীব্র প্রতিবাদ করেন তিনি। একই সাথে দাবি জানান অবিলম্বে বিদ্যুত পরিষেবা স্বাভাবিক করে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার। নতুবা আগামী দিন গোটা রাজ্য জুড়ে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে এদিন হুঁশিয়ারি বার্তা দিলেন শ্রী চক্রবর্তী।



