খোয়াই প্রতিনিধি ২৮ শে জুলাই……..বিগত কয়েক মাস ধরে ধরে টাকা পয়সা নিয়ে প্রতারণা করে গাড়ি চালকদের ঠকিয়ে আসছিল খোয়াই মনাই ছড়ার এক অটো চালক লক্ষণ দেববর্মা। শুক্রবার দুপুরে লক্ষণ দেববর্মাকে খোয়াই অফিস টিলা এলাকায় স্থানীয় জনগণ তাকে ধরে ফেলে এবং উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। প্রতারণার বিষয়টি নিয়ে রাজধানী আগরতলার অটো চালকরা অভিযোগ করেন এই যুবকটি প্রায় সময় আগরতলা থেকে খোয়াই আসে অটো রিক্সা রিজার্ভ নিয়ে। খোয়াইতে নেমে ওই যুবকটি গাড়ি চালকের নিকট থেকে কখনো ১০০ কখনো ৫০০ এবং কখনো ২০০ টাকা ধার নেয় পুনরায় আগরতলা ফিরে গিয়ে ওই টাকা মিটিয়ে দেবার আশ্বাস দিয়ে। গত প্রায় এক মাস ধরে ওই যুবকটি পঁচিশ থেকে তিরিস জন অটো রিক্সার ড্রাইভারদের কাছ থেকে এভাবে টাকা নিয়ে পালিয়ে যায়। গাড়ির চালকরা খোয়াই অফিস টিলা তে তার জন্য সকাল থেকে সন্ধ্যা অব্দি বসে থাকে। শেষে অটো চালকরা খালি হাতে খোয়াই থেকে আগরতলা ফিরে আসে। অটো চালকরা আগরতলা থেকে যে টাকায় রিজার্ভ নিয়ে আসে সে টাকাও তারা পায় না উল্টো ওই যুবকটি ডাইভারদের নিকট থেকে টাকা হাতিয়ে পালিয়ে যায়। শুক্রবার সকালে এই অটো রিক্সাটি করে সে আগরতলা থেকে খোয়াই আসে রিজার্ভ নিয়ে। অফিসটিলা এলাকায় এসে যুবকটি গাড়ি থেকে নামতেই স্থানীয় মানুষজন তাকে চিনতে পেরে ধরে ফেলে এবং তাকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এই ধরনের অভিনব পদ্ধতিতে প্রতারণার ঘটনায় অটো শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এইরকম প্রতারণার ফাঁদ পেতে শ্রমিকদের নাজাল করে আসছিল বিগত অনেকদিন ধরে। এখন দেখার বিষয় এই প্রতারক যুবককের বিরুদ্ধে পুলিশ কিরকম দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা করে সেটাই দেখার বিষয়।



