২৯ শে জুলাই নবজাগরণের পথিকৃৎ পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস। প্রতিবছরই তার মৃত্যুবার্ষিকীর দিনটিকে শিক্ষা বাঁচাও দিবস হিসাবে পালন করে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি। এই সংগঠনের উদ্যোগে শনিবার সকালে আগরতলা ক্ষুদিরামূর্তির সামনে আয়োজন করা হয় বিদ্যাসাগর স্মরণ অনুষ্ঠানের। সেখানে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার জীবন ও সংগ্রাম নিয়ে আলোচনা করেন কমিটির রাজ্য সভাপতি ডঃ অলক সৎপতি এবং সম্পাদক অসিত দাস। সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত এই আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, বিদ্যাসাগর শুধু দয়ার সাগর, বিধবা বিবাহ প্রবর্তন, বাল্যবিবাহ ও বহুবিবাহ রদ, বাংলা ভাষার আধুনিক রূপ প্রদান এবং সর্বজনীন শিক্ষার সাথে সাথে উন্নতমানের শিক্ষা প্রদানের উপর গুরুত্ব আরোপ করেছিলেন। তাঁর উপার্জনের সর্বস্ব ব্যয় করে তিনি শিক্ষা বিস্তারের প্রচেষ্টা করে গেছেন। কিন্তু আজ স্বাধীন ভারতের শিক্ষা বিপন্ন। বিজ্ঞানভিত্তিক শিক্ষাকে উপেক্ষা করে ঐতিহ্যের নামে প্রাচীন বিষয়ই শিক্ষার সিলেবাসে আমদানি করছে। শিক্ষাকে ব্যয়বহুল করে তুলে সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে।তাই মহান বিদ্যাসাগরের মৃত্যু দিনে শিক্ষাকে বাঁচাতে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। এদিকে এ আই ডি এস ও, এআইডি ওয়াই ও এবং এ আই এম এস এস এর যৌথ উদ্যোগেও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসটি। তিন সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত মূল অনুষ্ঠানটি হয় আগরতলা বটতলা এলাকায়। সেখানে আয়োজিত অনুষ্ঠানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে রাজ্যের ও দেশের শিক্ষা ব্যবস্থার তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন তিন সংগঠনের নেতৃত্ব।



