জিবি হাসপাতালে চুরি করতে এসে আবারো হাতেনাতে ধরা পড়ে এক চোর। পরে ধৃত চোরকে কিছু উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার দুপুরে ভালকিয়া লুঙ্গা এলাকার বাসিন্দা বাপন দাস নামে এক যুবক জিবি হাসপাতালে আসে নিকটবর্তী এক আত্মীয়কে দেখার জন্য। এরই মধ্যে বাপন একটি টিফিনের দোকানে টিফিন খাওয়ার সময় নিরঞ্জন দাস নামে চানমারি এলাকার এক যুবক এসে তার কাছে একটি ফোন করার জন্য মোবাইল চেয়ে নেয়। নিরঞ্জনের আবদার মেনে বাপন তার মোবাইলটি দিয়ে দেন। আর তারই সুযোগ নেয় নিরঞ্জন। বাপনের অজান্তে নিরঞ্জন মোবাইলটি নিয়ে ঘটনাস্থল থেকে কেটে পড়ে। কিছুক্ষণ পর নিরঞ্জন মোবাইলটি থেকে সিম কার্ড এবং মেমোরি কার্ড খোলার সময় হাসপাতালে কর্মরত পুলিশ কর্মীরা বিষয়টি দেখতে পেয়ে সন্দেহ হয়। তৎক্ষণাৎ তাকে আটক করে রাখা হয়। এদিকে মোবাইলসহ নিরঞ্জনের খুঁজ নিতে শুরু করে বাপন। পরে মোবাইল মালিক বাপন ঘটনাস্থলে ছুটে এসে নিরঞ্জনকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। জানা যায় অভিযুক্ত নিরঞ্জন প্রতিনিয়ত জিবি হাসপাতালে এসে বিনা কারণে ঘোরাফেরা করতেন। ফোন করার নাম করে মোবাইল চুরি করার অভিযোগে যুবক ধরা পড়ার ঘটনায় স্বাভাবিকভাবেই জিবি হাসপাতাল চত্বরে চাঞ্চল্য দেখা দেয়।



