রাজ্যের প্রধান সরকারি হাসপাতাল আগরতলা জিবি হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত হলো দুদিন ব্যাপী বিশেষ সার্জিক্যাল শিবির। এই শিবিরে বিভিন্ন বিভাগে মোট ৫১ জনের অস্ত্রোপচার হয়। শনিবার ছিল দুদিন ব্যাপী এই শিবিরের সমাপ্তি দিন। শেষ দিন শিবিরে উপস্থিত ছিলেন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এছাড়াও ছিলেন রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের সচিব ডক্টর দেবাশীষ বসু, এজিএমসির ভাইস প্রিন্সিপাল শচীন দেব বর্মন, এম এস শংকর চক্রবর্তী, চিকিৎসক কনক চৌধুরী সহ আরো অনেকে। এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অপারেশন হওয়া রোগীদের সাথে দেখা করে তাদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। মন্ত্রীর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতি ভৌমিক বলেন, কম খরচে কিভাবে মানুষকে স্বাস্থ্য পরিষেবা সঠিকভাবে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যেই কাজ করে চলেছে জিবি হাসপাতাল। রোগীদের কল্যাণে সব ধরনের পরিকল্পনা নিয়ে চলছে কাজ। আগামী কিছুদিনের মধ্যেই জিবি হাসপাতালে জন ঔষধি কেন্দ্র খোলার চেষ্টা চলছে। মানুষকে আরো কিভাবে ভালো চিকিৎসা পরিষেবা দেওয়া যায় তারও প্রক্রিয়া চলছে। তাছাড়া সুপার স্পেশালিস্ট ব্লকও শুরু হতে চলেছে এই হাসপাতালে। তিনি আরো বলেন, জিবি হাসপাতালে পরিষেবা এখন আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে। আগামী দিন আরো বিশেষ পরিষেবা দেওয়ার জন্য রোগী কল্যাণ সমিতি বদ্ধপরিকর। জিবি হাসপাতালকে দেশের মধ্যে মডেল হাসপাতাল করার লক্ষ্যে চলছে কাজ।



