Sunday, January 25, 2026
বাড়িখবরখেলাদ্বিমুকুট দখল করার লক্ষ্যমাত্রা কে সামনে রেখেই এবছর ফুটবলের মহারণে নামবে রাজধানী...

দ্বিমুকুট দখল করার লক্ষ্যমাত্রা কে সামনে রেখেই এবছর ফুটবলের মহারণে নামবে রাজধানী আগরতলার এগিয়ে চলো সংঘ

আগরতলার ফুটবল ময়দানে অন্যতম একটি নাম হল রাজধানীর মেলারমাঠ স্থিত এগিয়ে চলো সংঘ। ফুটবলের পাশাপাশি এই ক্লাব ইতিমধ্যেই যুক্ত হয়েছে ২২ গজের ব্যাট বলের লড়াইয়েও। প্রথমবারের মতো ক্রিকেটে নেমেই এবছর অনেকটা চমক দেখাতে সক্ষম হয় এগিয়ে চলো সংঘ। তবে ফুটবলের ময়দানে বরাবরই একটা ব্যতিক্রমী নাম এই ক্লাব। গেল বছর দ্বিমুকুটের লক্ষ্যে এগিয়ে চলো ফুটবলের মহারণে নামলেও অল্পের জন্য সেই লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ। রাখাল শিল্ডের ট্রফি নিয়েই সেবছর সন্তুষ্ট থাকতে হয় তাদের। তাই গেল বছরের হতাশা কাটিয়ে এবছর দ্বিমুকুটের লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই ফুটবলের মহারণে নামতে চলেছে এগিয়ে চলো। ইতিমধ্যেই দল গঠনের প্রস্তুতি চূড়ান্ত। এখন শুরু হয়ে গেল ফুটবলারদের নিয়ে অনুশীলন প্রক্রিয়া। শুক্রবার সকালে এমনটাই দেখা গেল আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে। যদিও দলের মনোনীত ফুটবলারদের অধিকাংশই এখনও গরহাজির। যারা দলে যোগ দিয়েছেন তাদেরকে নিয়েই শুক্রবার থেকে শুরু হয়ে গেল অনুশীলন। রাখাল শিল্ড নক আউট ও চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন ফুটবল প্রতিযোগিতাকে সামনে রেখেই অনুশীলন শুরু করে দিয়েছে গতবারের শিল্ড চ্যাম্পিয়ন এগিয়ে চলো। প্রধান প্রশিক্ষক সুজিত হালদার ও সহকারী প্রশিক্ষক কর্ণেন্দু দেববর্মার তত্ত্বাবধানে চলছে ফুটবলারদের প্রশিক্ষণ। ইতিমধ্যেই দলে যোগ দিয়েছেন মনিপুর, মিজোরাম ও কলকাতা থেকে চারজন বহির রাজ্যের ফুটবলার। প্রথম দিনের অনুশীলনে উপস্থিত ছিলেন ৯ জন ফুটবলার। আগামী কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ দল নিয়ে চূড়ান্ত অনুশীলনে নেমে পড়বেন দুই প্রশিক্ষক।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 − 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য