কমলপুর মহকুমার মরাছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন চুলুবাড়ি উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে প্রাণ কুমার দাস পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গত ১৫ ফেব্রুয়ারি গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস অনুষ্ঠিত হয় । কর্মসূচিতে মোট ৩০ জন মা ও শিশু অংশগ্রহণ করেন । স্বাস্থ্যকর্মীরা উক্ত কর্মসূচিতে শিশুদের নিয়মিত টিকাকরণের উপকারিতা শিশুর জন্মের পর যথাশীঘ্র সম্ভব মায়ের বুকের দুধ খাওয়ানোর গুরুত্ব , গর্ভবতী মায়েদের কমপক্ষে চারটি এএনসি চেক আপ করানো , মায়েদের আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো , ডায়ারিয়া , ডেঙ্গু , ম্যালেরিয়া ও অসংক্রামক রোগ প্রতিরোধের উপায় , যক্ষ্মারোগ , কুষ্ঠরোগ ও কোভিড -১৯ সংক্রমণ প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করেন । কর্মসূচিতে স্বাস্থ্যকেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসার , এমপিডব্লিও , অঙ্গনওয়াড়িকর্মী ও আশাকর্মী উপস্থিত ছিলেন । এই কর্মসূচি শেষে সবাইকে পুষ্টিকর আহার প্রদান করা হয় । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।