Monday, January 12, 2026
বাড়িখবররাজ্যঅম্বাবুচি উপলক্ষে রাজধানীর লক্ষ্মী নারায়ণ বাড়িতে সিঁদুর খেলার ধুম

অম্বাবুচি উপলক্ষে রাজধানীর লক্ষ্মী নারায়ণ বাড়িতে সিঁদুর খেলার ধুম

পৃথিবীর দক্ষিণায়ন শুরুর প্রথম তিন দিন ধরিত্রী মা ঋতু ময়ী হয়ে থাকেন। এই তিন দিন পালিত হয় অন্যতম পার্বণ অম্বুবাচী ।অম্বুবাচী উপলক্ষে শুক্রবার রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ী মন্দিরে মহিলাদের মধ্যে চলে সিঁদুর খেলার ধুম।বৃহস্পতিবার গভীর রাত দুটো ৩০ মিনিট থেকে বিশুদ্ধ পঞ্জিকা মতে শুরু হয়েছে অম্বুবাচী। হিন্দুদের অন্যতম বার্ষিক পার্বণ এটি।। এই পার্বণ উপলক্ষে শুক্রবার থেকেই রাজ্যের বিভিন্ন দেবালয়ে শুরু হয়েছে সদবাদের সিঁদুর খেলা ধুম। এদিন রাজধানীর শতবর্ষ প্রাচীন লক্ষীনারায়ন বাড়ী মন্দিরে মহিলাদের মধ্যে সিঁদুর খেলার এই ধুম পরিলক্ষিত হয়।কিন্তু অম্বুবাচী উপলক্ষে কেন এই সিঁদুর খেলা ?এদিন লক্ষীনারায়ন বাড়ী মন্দিরে সিঁদুর খেলায় মেতে উঠা মহিলারা জানালেন এর মহত্ব। যার মুদ্দা কথা হলো পরিবার এবং সমাজের মঙ্গল কামনাতেই সিঁদুর খেলায় মেতে উঠেছেন তারা। পৌরানিক ইতিহাসে কথিত আছে যে অম্বুবাচীর তিনদিন কোন শুভ কাজ হয় না ।কৃষকরাও এই তিন দিন জমিতে লাঙ্গল চালান না। ভূমিকে বিশ্রাম দিতেই নাকি এই পন্থা ।যুগ যুগ ধরে এমনটাই চলে আসছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen − 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য