শিশু কল্যাণে সরকারি সংস্থাগুলোর সঠিকভাবে কাজ করছে কিনা এবং এতে শিশুদের অধিকার সুরক্ষিত হচ্ছে কিনা তা দেখতে হবে শুক্রবার উষা বাজারের একটি বেসরকারি হোটেলে শিশু কল্যাণ এবং শিশু সুরক্ষা অধিকার সংক্রান্ত৭দিনের এক কর্মসূচি উদ্বোধন করে মুখ্যমন্ত্রী এই কথা বলেন। শুক্রবার রাজধানীর ঊষা বাজারে একটি বেসরকারি হোটেলে শিশু কল্যাণ এবং শিশু অধিকার সংক্রান্ত একটি আবাসিক প্রশিক্ষণ শিবির শুরু হয় ৭ দিনের এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা সহ সমাজকল্যাণ দপ্তরের সচিব সহ অন্যান্য আধিকারিকরা।এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের শিশু সুরক্ষা অধিকারের কাজকর্ম নিয়ে কিছুটা ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী বলেন সংশ্লিষ্ট সংগঠনটি শিশুদের কল্যাণে কাজ করে চলছে তা সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে কিন্তু এখানেই থেমে থাকলে চলবে না শিশুদের অধিকার গুলি বাস্তবিক পক্ষেই সুরক্ষিত হচ্ছে কিনা সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এই আবাসিক প্রশিক্ষণ শিবিরে কেন্দ্রীয় সরকারের এক প্রতিনিধি দল , অংশগ্রহণ করেছে এই দলটি শিশুদের কল্যাণে কিভাবে কাজ করতে হয় সে সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরবে। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের বিশেষ সহযোগিতাতেই এই ধরনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে।



