তেলিয়ামুড়া প্রতিনিধি :-
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে নয় বছর পূর্তি উপলক্ষে বিজেপি কল্যাণপুর প্রমোদনগর মন্ডল কমিটির উদ্যোগে আজ অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে কল্যাণপুর সোনারতরী মুক্তমঞ্চে এক লাভ্যার্থি সম্মেলন অনুষ্ঠিত হয়। একটা পর্যায়ে সমাবেশের রূপ নেয় এই সম্মেলন।কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গা থেকে এসে মানুষ সামিল হন এই সমাবেশে। বিজেপি মন্ডল সভাপতি জীবন দেবনাথকে সমাবেশের সভাপতি করে বক্তব্য রাখেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী এবং বিজেপি রাজ্য কমিটির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত। মঞ্চে অন্যদের মধ্যে সামিল ছিলেন বিজেপি জেলা নেতৃত্ব জয়ন্ত সাহা, সোমেন গোপ প্রমুখ।এই কর্মসূচির মধ্য দিয়ে বিরুধি বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৮৬ পরিবারের ২২৬ জন ভোটার বিজেপি দলে সামিল হন।
নবাগতদের দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন পাপিয়া দত্ত, বিধায়ক পিনাকী দাস চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দরা।



