Monday, January 12, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদকৈলাশহরে সিবিসির যোগা প্রদর্শনী ও আলোচনা চক্র

কৈলাশহরে সিবিসির যোগা প্রদর্শনী ও আলোচনা চক্র

বিশ্ব যোগা দিবস উপলক্ষে ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে সেন্ট্রাল বিউরো অফ কমিউনিকেশন ফিল্ড অফিস কৈলা শহরের উদ্যোগে ২১ জুন উনকোটি জেলার কৈলাসহর মনুভেলী চা বাগানের কমিউনিটি হলে আয়োজন করা হয়েছে এক বিশেষ অনুষ্ঠান | অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার চন্ডিপুর আর ডি ব্লকের ভাইস চেয়ারম্যান সন্দ্বীপ কুর্মি , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সদস্য রাখি সিং, চন্ডিপুরের উপপ্রধান গীতা কারি , পঞ্চায়েত সেক্রেটারি মোহাম্মদ শামীম জামান, যোগা ইন্সটাক্টর বিউটি গোয়ালা প্রমূখ | অনুষ্ঠানের পৌরহিত্য করেন, চন্ডিপুরের প্রধান নান্টু ওরাং | অনুষ্ঠানে যোগা প্রদর্শনী শুরুর আগে স্বাগত ভাষণ রাখেন ফিল্ড পাবলিসিটি অফিসার এইচ,কে. চ্যাং | শুরুতেই উপস্থিত সমস্ত জনগণের মধ্যে টি-শার্ট বিতরণ করা হয় |

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য