ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে চলছে এখন ঘরোয়া তৃতীয় ডিভিশন ক্লাব লীগ ফুটবল টুর্নামেন্ট। আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্টের সূচি অনুযায়ী বুধবার সকালে দিনের প্রথম ম্যাচে অংশ নেই জম্পুইজলা ও সাই স্যাগ। জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে সম্পন্ন হওয়া ম্যাচে জয় ছিনিয়ে নিতে ব্যর্থ দুই দল। নির্ধারিত সময়ে উভয় দল দুটি করে গোল করতে সক্ষম হওয়ায় পয়েন্ট ভাগ করে নিয়েই মাঠ ছাড়লো ফুটবলাররা। যদিও ম্যাচের প্রথমার্ধের খেলায় জম্পুইজলা ২-১ গোলের ব্যবধানে এগিয়েছিল। বিরতির পর দ্বিতীয়ারদের প্রতি আক্রমণ এনে সাই স্যাগের দিনেশ জমাতিয়া একটি গোল করে ম্যাচ সমতা আনে। ম্যাচের শেষ ৩৯ মিনিট দুই দল প্রতি আক্রমণ আনলেও নতুন করে কোন গোল করতে পারেনি। ফলে স্বাভাবিকভাবেই ২-২ গোলে অমীমাংসিত থাকা ম্যাচ থেকে এক পয়েন্ট করে নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হলো ফুটবলাররা। টুর্নামেন্টের সূচি অনুযায়ী বৃহস্পতিবার সকালে এই মাঠে মুখোমুখি হবে বিবেকানন্দ ও উমাকান্ত কোচিং সেন্টার।



