খোয়াই প্রতিনিধি ২০ শে জুন….নাশকতামূলক ভাবে দুই ব্যাক্তির তিনটি পুকুরে বিষ ঢেলে আনুমানিক আড়াই লক্ষ টাকার মাছ মেরে ফেললো দুস্কৃতিকারীরা। ঘটনা খোয়াইয়ের অফিসটিলার ঘোষ পাড়া এলাকায়। ঘটনার বিবরনে জানা যায় সোমবার গভীর রাতে প্রমোদ ঘোষ নামে এক ব্যাক্তির দুটি পুকুরে বিষ প্রয়োগ করার ফলে পুকুরের রুই, কাতল,জাপানি পুঠি সহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা মরে গিয়ে পুকুরের জলে ভেসে উঠে মঙ্গলবার সকালে। ঘটনাটি সকালে প্রত্যক্ষ করে স্থানীয় এলাকাবাসীরা শেষে খবর দেওয়া হয় পুকুরের মালিক প্রমোদ ঘোষকে। এরপর খবর পেয়ে ছুটে আসেন প্রমোদ ঘোষ এসে তিনি খবর দেন পুলিকে এবং ঘটনাস্থলেও পুলিশ গিয়ে উপস্থিত হয়। পাশাপাশি এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন এলাকার ২২ নং বুথের বিজেপির বুথ সভাপতি রণজিৎ ঘোষ সহ অন্যান্যরা। এদিকে পুকুরের মালিক প্রমোদ ঘোষের সরসরি অভিযোগ এলাকারই কিছু নেশাখোর বখাটে যুবকের বিরুদ্ধে। প্রমোদ ঘোষ এও জানান ২০১৮ সালের নির্বাচনের পর উনার উপরে ওই দুষ্কৃতিকারীরা বিভিন্নভাবে আক্রমণ করেছে তাতে ওনার পরিবারের সমস্ত লোকেরা কমবেশি আহত হন ওনার একটি গাড়ি জ্বালিয়ে দেয়, এরপর বাড়ির একটি ঘর থেকে বেশ কিছু রাবার সিট চুরি করে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা এছাড়া বাড়িঘরে হামলার কারণে বাড়ি ঘরের টিনের দরজা জানলা দা দিয়ে কুপিয়ে তছনছ করে দিয়েছিল দুষ্কৃতিকারী। তাতেও তাদের মন ভরে নি শেষের সোমবার গভীর রাতে প্রমোদ ঘোষের দুটি পুকুরে দুষ্কৃতিকারীরা বিষ ঢেলে দেয় তাতে সেই পুকুরের চারা পোনা থেকে শুরু করে বেশ কিছু বড় বড় মাছ মড়ে পুকুরের জলে ভেসে ওঠ। পাশাপাশি একই এলাকার ওই দুষ্কৃতিকারীরা একই রাতে সত্যব্রত গোপের পুকুরে বিষ ঢেলে ২ লক্ষাধিক মাছ মেরে ফলে বলে অভিযোগ করেন নাম ঠিকানা দিয়ে খোয়াই থানায় । এই ঘটনাটি ঘটিয়েছে এলাকারই যার বখাটে নেশাখোর সমাজদ্রোহীরা। এলাকাবাসীর বক্তব্য এই সমাজ বিরোধীরা এলাকায় বিগত কয়েক বছর ধরে এ ধরনের উৎপাত এবং নাশকতামূলক কাজের সাথে জড়িত বলে মন্তব্য করেন। এদের কারণে অফিসটিলা স্থিত ঘোষপাড়ার এলাকার মানুষজনের বসবাস করা অসাধ্য হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয় পুলিশ তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে।



