আগামী মাস থেকে শুরু হবে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত বি ডিভিশন ঘরোয়া ফুটবল লিগ। বি ডিভিশন ফুটবল লীগে অন্যতম দল নাইন বুলেটস ক্লাব। দ্বিতীয় ডিভিশন ঘরোয়া ফুটবল লিগকে সামনে রেখে মঙ্গলবার রথযাত্রার পূর্ণ লগ্নে খুঁটি পূজার আয়োজন করল এই ক্লাব টি। প্রথা মেনে বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে অনুষ্ঠিত হয় ক্লাবের খুঁটি পূজা। এই পূজায় উপস্থিত ছিলেন নাইন বুলেটস ক্লাবের কর্মকর্তা, ফুটবলার এবং কোচ সহ এলাকাবাসী। লীগ চ্যাম্পিয়নশিপ এর লক্ষ্যে স্থানীয়দের নিয়ে গরা শক্তিশালী দল নিয়েই এবছর বিডিভিশন ফুটবল লিগে মাঠে নামছে নাইন বুলেটস ক্লাব। এদিন খুঁটি পূজা উপলক্ষে এই কথা জানান নাইন বুলেটস ক্লাবের এক কর্মকর্তা।ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত বি ডিভিশন ফুটবলকে সামনে রেখে মাঠে নামার আগে খুঁটি পূজার আয়োজন করল নাইন বুলেটস ক্লাব। মঙ্গলবার আস্তাবল ময়দানে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে বার পূজার আয়োজন করে। উপস্থিত ছিলেন ক্লাব কর্তৃপক্ষ, দলের কোচসহ অন্যান্যরা। এ বছর চ্যাম্পিয়নের লক্ষ্য নিয়েই ময়দানে ঝাঁপিয়ে পড়বে নাইন বুলেট ক্লাব। জানালেন ক্লাব কর্তৃপক্ষ।



