ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে চলছে এখন ঘরোয়া তৃতীয় ডিভিশন ক্লাব লীগ ফুটবল টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টের পরেই শুরু হতে চলেছে দ্বিতীয় ডিভিশন ফুটবল আসর। যদিও মাঝে হাতে সময় রয়েছে আরো বেশ কয়েকদিন। এর মধ্যেই দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে নিজেদের প্রস্তুতিতে নেমে পড়েছে অংশগ্রহণকারী দলগুলি। ঘোষণা অনুযায়ী আগামী ৫ই জুলাই থেকে শুরু হবে দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে অংশ নেবে উষা বাজার স্থিত ভারতরত্ন সংঘ ও ব্লাড মাউথ ক্লাব। গেল বছর তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে চ্যাম্পিয়নের খেতাব জয় করেছিল ব্লাড মাউথ। তাই এবারও ব্লাডমাউথের লক্ষ্য ফুটবল প্রেমীদের ভালো ফুটবল খেলা উপহার দেওয়ার পাশাপাশি খেতাব দখল করে আগামী বছর প্রথম ডিভিশনের ছাড়পত্র নেওয়া। আর সেই লক্ষ্যমাত্রা নিয়েই ব্লাড মাউথ ক্লাব কর্তৃপক্ষ প্রশিক্ষক হিসেবে নিযুক্ত করে সুভাষ বোসকে। প্রশিক্ষক শ্রী বোসের তত্ত্বাবধানে চলছে এখন ফুটবলারদের জোরদার অনুশীলন। মঙ্গলবার সকালে এমনটাই দেখা গেল আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে। প্রশিক্ষক শ্রী বোসের তত্ত্বাবধানে এদিন দীর্ঘ সময় অনুশীলন করেন ফুটবলাররা। প্রাথমিকভাবে এখন লক্ষ্য একটাই জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করা। লক্ষ্যমাত্রা পূরণের জন্য ব্যালেন্স দল গঠন করেছে ব্লাড মাউথ। প্রথম দিনের অনুশীলনে অধিকাংশ ফুটবলাররায় অংশ নেয়। আগামী দুই একদিনের মধ্যে সম্পূর্ণ দল একসাথে অনুশীলন করবে বলে জানালেন ক্লাবের এক সদস্য।



