তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে আয়োজিত নব মতদাতা সম্মেলন। তেলিয়ামুড়া মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রেই বিরোধী দলগুলি এখনো ঘর বন্দি হয়ে রয়েছে। সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে, বিভিন্ন কর্মসূচি জারি রেখেছে প্রতিনিয়ত। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজী’র নয় বছরের কার্যকাল কর্মসূচি অঙ্গ হিসেবে বৃহস্পতিবার তেলিয়ামুড়ায় নব মতদাতা সম্মেলন কর্মসূচি অনুষ্ঠিত হয়। তেলিয়ামুড়া নেতাজিনগর স্থিত অশ্বিনী কুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হলে আয়োজিত এই কর্মসূচিতে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় নতুন ভোটারদের সামনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জির গত নয় বছরের কার্যকাল সময়ে বিভিন্ন প্রকল্প গুলি সম্পর্কে নানা তথ্য তুলে ধরেন।এদিনের এই নব মতদাতা সম্মেলনে নতুন ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।।



