ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল অতি সম্প্রীতি প্রকাশিত হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী এবার শুরু হল সাধারণ ডিগ্রী কলেজ গুলিতে ভর্তি প্রক্রিয়া। রাজ্য উচ্চ শিক্ষা দপ্তরের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তি মূলে শুক্রবার থেকে শুরু হয় এই ভর্তি প্রক্রিয়া। নয়া জাতীয় শিক্ষানীতি অনুযায়ী সাধারণ ডিগ্রী কলেজে শুরু হওয়া ভর্তি প্রক্রিয়া চলবে আগামী ২২ জুন পর্যন্ত। এই সময়ের মধ্যে ভর্তির আবেদন পত্র সংগ্রহ এবং জমা দেওয়ার কাজ চলবে। মেধা অনুসারে নির্বাচিত ছাত্রছাত্রীদের তালিকা প্রকাশ করা হবে আগামী ৩০ জুন। দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রথম পর্যায়ে নির্বাচিত ছাত্রছাত্রীদের ভর্তির দিন ধার্য করা হয়েছে আগামী পয়লা জুলাই থেকে চার জুলাই পর্যন্ত। প্রথম তালিকায় যাদের নাম থাকবে তারাই এই সময়ের মধ্যে ভর্তি হতে পারবেন। এরপর পর্যায়ক্রমে অন্যান্য ছাত্রছাত্রীদের ভর্তির তালিকা প্রকাশ হবে। কলেজগুলিতে ক্লাস শুরু হবে আগামী ২৬ জুলাই থেকে। তাই বিজ্ঞপ্তি অনুযায়ী নিজেদের পছন্দের কলেজে ভর্তি হতে প্রয়োজনীয় আবেদন পত্র সংগ্রহ করার জন্য শুক্রবার সব কটি কলেজে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল।



