কেন্দ্রীয় সরকারের নয়া জাতীয় শিক্ষানীতি রাজ্যেও ক্রমশ কার্যকর করে চলেছে রাজ্য সরকার। নয়া এই শিক্ষানীতির অনুকরণে স্কুলগুলিতে পাঠরত ছাত্র-ছাত্রীদের স্মার্ট করে তুলতে চলছে এখন স্মার্ট ক্লাসের সূচনা। শিক্ষা দপ্তরের সহায়তায় রাজ্যের বিভিন্ন প্রান্তের ৩৪ টা স্কুলে প্রাথমিকভাবে চালু করা হবে স্মার্ট ক্লাস। এর মধ্যে একটি হল রাজধানী আগরতলার বোধজং বয়েস দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই স্কুলে উদ্বোধন হলো স্মার্ট ক্লাসের। একই সাথে সূচনা হলো স্কুলের প্রাইমারি সেকশন ও অত্যাধুনিক ল্যাব সহ আরো বেশ কয়েকটি প্রকল্পের। শিক্ষা দপ্তরের গুচ্ছ প্রকল্পের এদিন আনুষ্ঠানিক সূচনা করলেন বিশিষ্ট সমাজসেবী তথা প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্য। উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের অধিকর্তা চাঁদনী চন্দন ও স্কুল শিক্ষা দপ্তরের অধিকর্তা শুভাশিস বন্দ্যোপাধ্যায়, স্থানীয় কর্পোরেটর হিমানী দেববর্মা সহ স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। গুচ্ছ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করে এদিন রাজীব ভট্টাচার্য সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, ছাত্র-ছাত্রীদের আগামী দিন আরো কিভাবে বিজ্ঞানসম্মতভাবে স্মার্ট করে তোলা যায় তার জন্যই এই স্মার্ট ক্লাসের সূচনা।



