বিগত বামফ্রন্ট সরকারের সময়ে চালু করা টুয়েপ প্রকল্পে শ্রমজীবী অংশের মানুষের শ্রমদিবস বৃদ্ধি, মজুরি বৃদ্ধি করে ৩৪০ টাকা প্রদান, শ্রমিকদের ছাটাই করার প্রবণতা বন্ধ করা সহ মোট পাঁচ দফা দাবিতে এবার সরব হল বামপন্থী নারী সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির অভয়নগর অঞ্চল কমিটি। দাবিগুলি আদায়ের লক্ষ্যে সংগঠন স্থানীয় কর্পোরেটরের দ্বারস্থ হলেও কোন সুফল নেই। তাই এবার পৌর নিগমের তিনটি ওয়ার্ডের শ্রমজীবী অংশের মানুষের স্বার্থসংশ্লিষ্ট ৫ দফা দাবিতে সংগঠন দ্বারস্ত হল আগরতলা নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তার। বৃহস্পতিবার নারী সমিতির অভয়নগর অঞ্চল কমিটির সম্পাদিকা কাজল রেখা সিনহার নেতৃত্বে এক প্রতিনিধি দল নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তা তমাল মজুমদারের সাথে দেখা করে তাদের পাঁচ দফা দাবি সনদ স্মারকলিপি তুলে দেন। একই সাথে প্রতিনিধি দলের সদস্যরা দপ্তরের অধিকর্তার কাছে দাবি করেন অবিলম্বে শ্রমজীবী অংশের মানুষের এই দাবিগুলি বাস্তবায়নে কার্যকর ভূমিকা গ্রহণ করার। দপ্তর দাবি পূরণে সদর্থক ভূমিকা গ্রহণ না করলে সংগঠন আগামী দিন প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে এদিন বার্তা দিলেন অঞ্চল সম্পাদিকা শ্রীমতী সিনহা।



