Sunday, January 11, 2026
বাড়িখবররাজ্যনিয়োগের দাবিতে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার দ্বারস্থ অল ত্রিপুরা আন এমপ্লয়েড ফিজিউথেরাপিস্ট ফোরাম

নিয়োগের দাবিতে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার দ্বারস্থ অল ত্রিপুরা আন এমপ্লয়েড ফিজিউথেরাপিস্ট ফোরাম

ফিজিওথেরাপিস্টদের শূন্য পদে অবিলম্বে নিয়োগের দাবিতে বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার সাথে দেখা করল অল ত্রিপুরা আন এমপ্লয়েড ফিজিউথেরাপিস্ট ফোরাম বা এটিইউপিএফ এর সদস্যরা। এদিন তারা স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট একটি স্মারকলিপিও প্রদান করেন ।পরে অল ত্রিপুরা আন এমপ্লয়েড ফিজিওথেরাপিস্ট ফোরামের সদস্যরা জানান রাজ্যে ২০১৭ সালের পর থেকে ফিজিওথেরাপিস্টদের নিয়োগ নেই। সদস্যরা আরো জানান সাক্ষাতে স্বাস্থ্য অধিকর্তা তাদের দাবির প্রতি সহমত পোষণ করেন এবং জানান অবিলম্বে রাজ্যের বিভিন্ন হাসপাতালে আটটি অনিয়মিত এবং দুটি নিয়মিত ফিজিওথেরাপিস্টের শূন্য পদ পূরণের প্রস্তুতি চলছে। পাশাপাশি রাজ্যের সব কটি চিকিৎসাকেন্দ্রেওফিজিওথেরাপিস্ট নিয়োগের উদ্যোগ নিচ্ছে স্বাস্থ্য দপ্তর।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য