১৪ই জুন বিশ্ব রক্তদাতা দিবস। গোটা বিশ্বজুড়ে সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার উদযাপিত হয় দিনটি। রাজ্যেও দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত হয় নানা কর্মকাণ্ড। তবে বিশ্ব রক্তদাতা দিবসে অনেকটা ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করল আগরতলা মহিলা কলেজের এনএসএস ইউনিট। রাজ্যকে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে এদিন সচেতনতামূলক কর্মসূচি হিসেবে ইউনিটের সদস্যরা সাধারণ মানুষের মধ্যে বিতরণ করলেন প্রচারপত্র। ত্রিপুরাকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গঠন করার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েই ইউনিটের সদস্যদের এধরনের কর্মসূচির আয়োজন। আন্তর্জাতিক একটি দিবসকে কেন্দ্র করে নেশার বিরুদ্ধে কলেজ পড়ুয়া মহিলা ছাত্রীদের, এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। ইউনিট সদস্যদের অভিমত সমস্ত ভাই-বোনেরা যদি নেশা থেকে বিরত থাকে তবেই ত্রিপুরাকে নেশা মুক্ত রাজ্য গঠনের স্লোগান সঠিক বাস্তবায়িত হবে। নতুবা কখনো তা সম্ভব হবে না। তাই নেশা মুক্ত রাজ্য গঠন করতে প্রত্যেকেই এগিয়ে আসার আহ্বান জানান তারা।