বিধানসভা থেকে চিরতরে বিদায় নিতে চলেছে কাগজ-কলম এবং দোয়াত। এর পরিবর্তে বিধানসভায় চালু হচ্ছে নেভা অর্থাৎ ন্যাশনাল ই-বিধান এপ্লিকেশন। সোমবার থেকে সংশ্লিষ্ট বিষয় নিয়ে রাজ্য বিধানসভার সদস্যদের প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে বিধানসভায় । ২৫ জুন পর্যন্ত চলবে বিধায়কদের নিয়ে এই প্রশিক্ষণ।সম্পূর্ণ পেপার লেস হতে চলেছে রাজ্য বিধানসভা। বিধানসভার আসন্ন বাজেট অধিবেশন থেকেই এই পেপার লেস বিধানসভার কাজ শুরু হচ্ছে ।এই লক্ষ্যকে সামনে রেখে সোমবার বিধানসভায় বিধায়কদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির শুরু হয়। এই প্রশিক্ষণ পর্বে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা চিফ হুইপ কল্যাণী রায় রাজ্য সরকারের সমস্ত মন্ত্রী এবং বিধায়করা ।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান ন্যাশনাল ই বিধান এপ্লিকেশন বা নেভা পদ্ধটিতে সময়ের অপচয় রোধ হবে। এক মুহূর্তেই যাবতীয় তথ্য হাতের মধ্যে পাওয়া যাবে ।সারা দেশের মতো রাজ্য বিধানসভাতেও এই পদ্ধতি চালু হচ্ছে।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা জানান ,সংশ্লিষ্ট ব্যবস্থাপনা বাস্তবিক পক্ষেই গর্বের বিষয় ।এর বিরোধিতা করার কিছুই নেই ।তবে প্রকল্পটির যেন সঠিক বাস্তবায়ন হয় সেই দিকে নজর রাখার আহ্বান জানান তিনি।