এ এস সিকিউরিটি প্রাইভেট সার্ভিসের চৌদ্দতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এবছর আয়োজন করা হয় নানা কর্মসূচি। গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার আগরতলা বটতলা গভমেন্ট সুপার মার্কেটে অনুষ্ঠিত হয় এক বসে আঁকো প্রতিযোগিতা। বিভিন্ন বিভাগে আয়োজিত এই প্রতিযোগিতায় শিশুদের উপস্থিতি ছিল বেশ সাড়া জাগানো। বসে আঁকো প্রতিযোগিতা ছাড়াও সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী ১৮ই জুন অনুষ্ঠিত হবে এক মেগা রক্তদান শিবির। একই সাথে রয়েছে মুখ্যমন্ত্রী ত্রান তহবিলে অর্থ প্রদান, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন এমনটাই জানালেন সংস্থার ম্যানেজিং পার্টনার সঞ্জীব নাহা।