Monday, January 12, 2026
বাড়িখবররাজ্যপরিবেশকে রক্ষা করতে বৃক্ষরোপনের কোন বিকল্প নেই - আশিস সাহা

পরিবেশকে রক্ষা করতে বৃক্ষরোপনের কোন বিকল্প নেই – আশিস সাহা

দেরিতে হলেও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি সংঘটিত করল সদর জেলা কংগ্রেস ও সেবা দল। শনিবার এমনটাই দেখা গেল আগরতলা গান্ধীঘাট ও মহারাজগঞ্জ বাজারের নেতাজি মূর্তির পাদদেশে। দুই সংগঠনের নেতাকর্মীরা এদিন গান্ধীঘাট ও মহারাজগঞ্জ বাজারে অবস্থিত নেতাজির মর্মর মূর্তির পাদদেশে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করেন। যার নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তথা প্রাক্তন বিধায়ক আসিস কুমার সাহা। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে প্রাক্তন বিধায়ক শ্রী সাহা বলেন, পরিবেশের ভারসাম্য যেভাবে নষ্ট হতে চলেছে তাতে উদ্বিগ্ন প্রত্যেকেই। তাই পরিবেশকে রক্ষা করতে বৃক্ষরোপনের কোন বিকল্প নেই। একই সাথে প্রয়োজন প্লাস্টিকের ব্যবহার রোধ। আবহাওয়াবিদদের আহবানে সাড়া দিয়ে রাজ্য কংগ্রেস দল এই কর্মসূচির আয়োজন করে। একই সাথে এদিন তিনি নেতাজি কর্নারের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ ব্যক্ত করে তিনি বলেন, নেতাজি কর্নারে সরকার যেভাবে বিদ্যুতের ট্রান্সফরমার বসানোর কাজ করছে, সেটা কিছুতেই মানা যায় না। প্রদেশ কংগ্রেস দাবি জানায় নেতাজি কর্নারে ট্রান্সফর্মার বসানোর কাজ থেকে যেন সরকার বিরত থাকে। পাশাপাশি দাবি জানান নেতাজি কর্নারটিকে নতুনভাবে সাজিয়ে তোলার জন্য।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য