শুক্রবার আগরতলা টাউনহলে জাতীয় শিক্ষানীতি প্রয়োগ উদ্ভোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উচ্চ শিক্ষা দপ্তর কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে জাতীয় শিক্ষানীতি চালু করেছেন ।২০৩০ সালকে এর টার্গেট হিসেবে ধরা হয়েছে । জাতীয় শিক্ষানীতি সুফল অবশ্যই পাওয়া যাবে। তিনি জানান ,নতুন এই শিক্ষানীতি ছাত্র-ছাত্রীদের দেশ প্রেমে উদ্ভূত করে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। পাশাপাশি বাস্তবমুখী এবং কর্মসংস্থান মুখী হবে এই শিক্ষানীতি। তাছাড়া জাতীয় শিক্ষানীতি কে বাস্তবমুখী এবং কর্মসংস্থান মুখী বলে অভিহিত করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, পাশাপাশি নতুন এই শিক্ষানীতি ছাত্র-ছাত্রীদের স্বদেশ ভাবনায় উদ্ভূত করে সত্যিকারের মানুষ হিসাবে গড়ে তুলবে বলে জানান তিনি। এদিনের অনুষ্ঠানে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং এমবিবি বিশ্ববিদ্যালয়ের দুই উপাচার্য বিভিন্ন কলেজে অধ্যক্ষ এবং উচ্চ শিক্ষা দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।



