গোপন খবরের ভিত্তিতে এয়ারপোর্ট থানা পুলিশের কাছে খবর আসে যে এয়ারপোর্ট সিনায়হানি এলাকায় একটি ট্রাক দাঁড়িয়ে রয়েছে বলে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এয়ারপোর্ট থানার পুলিশ এবং বিএসএফ যৌথ অভিযান চালায়। অভিযানে গাড়িটিতে তল্লাশি চালিয়ে দেখা যায় গাড়িটি ভুট্টা বুঝায় ছিল কিন্তু সেই ভুট্টাগুলিকে কিছুটা সরাতে দেখা যায় বেআইনি ৮৪ হাজার ৮০০ বোতল এস্কাফ সিরাপ সেখানে মজুদ রয়েছে যার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা। সঙ্গে সঙ্গে পুলিশ গাড়িটিকে শেষ করে এবং এন বি পি এস আইন অনুযায়ী মামলা গ্রহণ করে। সংবাদ মাধ্যমকে এসডিপিও পারমিতা পান্ডে জানান গাড়িটি যেহেতু পার্কিং স্লটে ছিল এবং সেখানে কেউ না থাকায় কাউকে আটক করা যায়নি, কিন্তু গাড়ির নাম্বার অনুযায়ী রেজিস্ট্রেশন বের করা হয়েছে এর ভিত্তিতে এর সাথে কারা জড়িত রয়েছে তাদেরকে অতিসত্বর আটক করার জন্য পুলিশ পদক্ষেপ গ্রহণ করবে বলে।



