Sunday, January 11, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন তেলিয়ামুড়া মহাকুমা কমিটির পুরনো কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন

ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন তেলিয়ামুড়া মহাকুমা কমিটির পুরনো কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ
বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন তেলিয়ামুড়া মহাকুমা কমিটির উদ্যোগে তেলিয়ামুড়া পি.ডব্লিউ.ডি সরকারি ডাক বাংলোতে এক সভার মধ্য দিয়ে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন তেলিয়ামুড়া মহাকুমা কমিটির পুরনো কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন করা হয়। এদিনের এই সভার সভাপতিত্ব করেন সাংবাদিক বিল্লু চক্রবর্তী। তাছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন খোয়াই জেলা কমিটির থেকে জেলা সভাপতি গোপেশ রায় ও জেলা সহ সম্পাদক সৌরভ পৌদ্দার। এদিনের এই সভায় সর্বসম্মতিক্রমে পুরনো কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন করা হয়। তেলিয়ামুড়া মহকুমা কমিটির নবনিযুক্ত কমিটি হল —-

সভাপতি – বিল্লু চক্রবর্তী।(জীবন)
সহ সভাপতি- পার্থ রায়।
সম্পাদক- হিরন্ময় রায়।
সহ সম্পাদক- রাহুল পাল।
অফিস সম্পাদক – শিবজ্যোতি মল্লিক।
সাংগঠনিক সম্পাদক – গয়া চন্দ্র সূত্রধর।
কোষাধ্যক্ষ – বিষ্ণুপদ দাস।
স্পোর্টস কনভেনার -জন্টু দেব।
প্রচার সম্পাদক -সাগর দেব।
এবং বাকি সকলকে সদস্য হিসাবে মনোনীত হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য