বৃহস্পতিবার ত্রিপুরা সরকারের প্রাণি সম্পদ দপ্তর, মৎস্য দপ্তর এবং পশু পালন দপ্তরের সমস্ত আধিকারিক সহ বিধায়কদের নিয়ে রিভিউ মিটিং আয়োজন করা হয় পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কনফারেন্স হলে। এদিনের মিটিংয়ে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, আগরতলা পূর্ণ নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন মন্ত্রী সুধাংশু দাস সংবাদ মাধ্যমকে জানান বিশেষ করে মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশ দপ্তর এই দপ্তরের অধীন আমাদের রাজ্যের পশ্চিম জেলায় নিত্য প্রয়োজনীয় মাছ মাংস ডিম দুধ কি রকম রয়েছে প্রোডাকশন রেট কি আছে এবং কনজামশন রেট কি আছে তাছাড়া রাজ্যের লোকাল জিনিসগুলো রাজ্যের মানুষের কাছে কিভাবে পৌঁছানো যায় এ বিষয়ে মূলত আলোচনা হবে, পাশাপাশি রাজ্যের বেকারদের কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায় সে বিষয়ে আলোচনা করা হবে বলে জানান। তাছাড়া তিনি এদিন আরও বলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অধীন তপশিলি জাতি ছাত্র-ছাত্রীদের যে সমস্ত প্রকল্প রয়েছে সেগুলি কি অবস্থায় আছে কিংবা তারা এগুলো সঠিকভাবে পাচ্ছে কিনা সে বিষয়ের উপর পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হবে বলে জানান তিনি।



