চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই আগরতলার বর্ডার গোলচক্কর এলাকায় নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের অনুকরণে গড়ে উঠা লাইট হাউজ প্রজেক্ট চালু হবে। এদিন লাইট হাউজ প্রজেক্ট স্হল পরিদর্শন করে এমনটাই জানালেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক ঋতুরাজ সিনহা।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয় বছর পূর্তি উদযাপন উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যে বিভিন্ন কর্মসূচি চলছে। এই কর্মসূচি গুলিতে যোগ দিতে বর্তমানে রাজ্যে অবস্থান করছেন ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সম্পাদক ঋতুরাজ সিনহা। বৃহস্পতিবার তিনি আগরতলার বর্ডার গোল চক্কর এলাকায় নির্মীয়মান লাইট হাউজ প্রজেক্ট স্হল পরিদর্শনে যান ।কেন্দ্রীয় নেতৃত্বের সাথে ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বিজেপি নেত্রী পাপিয়া দত্ত বিজেপির সদর শহর জেলা কমিটি সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন নির্মাণস্থল পরিদর্শনের সময় সংশ্লিষ্ট বাস্তুকারদের সাথে কথা বলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ।পড়ে সাংবাদিকদের তিনি জানান ,ভারতবর্ষের ছয়টি শহরে এই ধরনের প্রকল্প গড়ে উঠছে। এর মধ্যে আগতলা শহর একটি। নিউজিল্যান্ডের অক্ল্যান্ড শহরের হাউসিং প্রজেক্টের অনুকরণে গড়ে উঠছে এই প্রজেক্ট ।আগামী ডিসেম্বর মাসের মধ্যে লাইট হাউজের কাজ শেষ হয়ে যাবে এবং এই প্রকল্পটি চালু করা সম্ভব হবে বলে জানান তিনি। প্রসঙ্গত উল্লেখ্য যে শহর এলাকার গরিব জনগণের বাসস্থানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ পরিকল্পনা অনুসারে দেশের ছয়টি শহরে এই লাইট হাউজ প্রকল্পের কাজ চলছে। লাইট হাউস হাউজিং কমপ্লেক্সে বিভিন্ন সুযোগ-সুবিধা থাকবে। এই প্রকল্পে প্রায় এক হাজার পরিবারের মাথার উপর ছাদের ব্যবস্থা হবে।.



