Monday, January 12, 2026
বাড়িখবররাজ্যপুর নিগমের ৮ নং ওয়ার্ডে যথাযথ মর্যাদায় পালিত হল প্রতি ঘরে সুশাসন...

পুর নিগমের ৮ নং ওয়ার্ডে যথাযথ মর্যাদায় পালিত হল প্রতি ঘরে সুশাসন কর্মসূচি

রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যবাসীর সুবিধার্থে প্রতি ঘরে সুশাসন কর্মসূচি পালন করা হয়েছিল। যার মধ্য দিয়ে মূলত সাধারণ মানুষের প্রয়োজনীয় মূল্যবান কাগজপত্র যথাক্রমে বিবাহ নিবন্ধীকরণ পত্র, ওবিসি সার্টিফিকেট, এসসি /এসটি সার্টিফিকেট ইত্যাদি কর্মসূচির মধ্যে দিয়ে সহজ ভাবে করার ব্যবস্থা করা হয়েছিল। তারই অঙ্গ হিসাবে বুধবার প্রতি ঘরে সুশাসন কর্মসূচিকে সামনে রেখে বুধবার আগরতলা পৌর নিগমের ৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এক কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওয়ার্ড কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং স্থানীয় কাউন্সিলর শম্পা সেন সরকার সহ অন্যান্যরা । এদিনের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের ওবিসি এবং এসসি সার্টিফিকেট এলাকাবাসীর হাতে তুলে দেওয়া হয়। এই প্রসঙ্গে মেয়র দীপক মজুমদার জানান ,আগরতলা পৌরনিগমের ৫১টি ওয়ার্ডে এই ধরনের কর্মসূচি আয়োজন করা হচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

9 + 9 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য