মঙ্গলবার রাজধানীর প্রজ্ঞাভবনে হয় আলোচনা ও মতবিনিময় সভা। আগরতলা পুর নিগম সহ রাজ্যের অন্যান্য পুর- নগর সংস্থার চেয়ারপার্সন, ভাইস চেয়ারপার্সনরা এতে অংশ নেন। নগর উন্নয়নের দপ্তরের উদ্যোগে হয় একদিবসিয় এই আলোচনা। প্রধানমন্ত্রী আবাস যোজনা, সম্পত্তি কর, অটল জল ধারা মিশন সহ বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। এদিনের বৈঠকে উঠে আসে আগরতলা পুর নিগম এলাকায় সুবিধাভোগী অনেকের জায়গার সমস্যা থাকায় ঘর তৈরি নিয়ে সমস্যার বিষয়টি। আলোচনা সভায় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, নগর উন্নয়ন দপ্তরের সচিব, নিগমের ডেপুটি মেয়র সহ অন্যরা।বলেও জানান ওসি।



