আর্থিক লেনদেন কে কেন্দ্র করে গুরুতর আহত এক যুবক। আহত যুবক বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা আগরতলা শহরতলীর নতুন নগর কো-অপারেটিভ এলাকায়। এই ঘটনার সুবিচার চেয়ে আক্রমণ কারীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করল আক্রান্ত যুবক পার্থ দেবের পরিবার।নতুন নগর কো-অপারেটিভ এলাকায় টাকা ধার নিয়ে মহা বিপদে পড়ল এক যুবক। সঠিক সময়ের টাকা ফেরত না দিতে পারায় আক্রমণের শিকার হলেন পার্থ দেব নামে এক যুবক। ঘটনার বিবরণে জানা যায়, আজ থেকে বেশ কয়েক মাস আগে এলাকার বাসিন্দা প্রশান্ত রায়ের কাছ থেকে ৪০ হাজার টাকা ধার নেন পার্থ দেব নামে আক্রান্ত যুবক। তারপর প্রত্যেক মাসে ৫৭০০ টাকা করে দিতে থাকেন। এর মধ্যে এই মাসের পাঁচ তারিখ সকালের মধ্যে টাকা না দেওয়ার কারণে পার্থ দেবের বাড়িতে গিয়ে হাজির হন প্রশান্ত রায়। কিন্তু পার্থকে বাড়িতে না পেয়ে তার মাকে গালিগালাজ করতে থাকে। তারপর পার্থর এক বন্ধুর বাড়িতে গিয়ে তাকে পেয়ে বেধরক মারধর করে প্রশান্ত। সোমবার রাতের এই ঘটনা জানতে পারেনি পার্থ দেবের মা-ভাই। মঙ্গলবার সকালে এই খবর পেয়ে বন্ধুর বাড়িতে গিয়ে আহত পার্থকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন পার্থ । তার ভাই জানান এই বিষয় নিয়ে প্রশান্ত রায়ের বিরুদ্ধে থানাতে একটি মামলা দায়ের করা হয়েছে।



