তেলিয়ামুড়া পূর এলাকার সাধারণ মানুষের আর্থসামাজিক ব্যবস্থার সাথে সম্পর্কিত ৫ দফা দাবির সমর্থনে আজ সিপিআইএম তেলিয়ামুড়া অঞ্চল কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল তেলিয়ামুড়া মহকুমা শাসক তথা পুর পরিষদের সি ই ও এর নিকট এক প্রতিনিধিত্ব মূলক স্মারকলিপি প্রদান করেন। এই সড়কে বি প্রধান কর্মসূচিতে সিপিআইএম দিলে আমরা অঞ্চল সম্পাদক বিজয় মোদক, মহকুমা সম্পাদক মন্ডলীর নেতৃত্ব সুবীর সেন, ছাত্র নেতৃত্ব মন্দাক্রান্ত নাথ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।এই স্মারকলিপি প্রদান প্রসঙ্গে অভিমত ব্যক্ত করতে গিয়ে সিপিআইএম নেতা সুবীর সেন দাবি করেন এই সময়ের মধ্যে তেলিয়ামুড়া পুর এলাকার সাধারণ মানুষের সামনে বিভিন্ন সমস্যা রয়েছে, বিশেষ করে টুয়েপের কাজের সমস্যা রয়েছে, রয়েছে রাস্তাঘাট, পানীয় জলের সমস্যা সহ আবর্জনার সমস্যা। এছাড়াও বিভিন্ন এলাকায় বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদের প্রক্রিয়া চলছে। এই সমস্ত বিষয়গুলোকে একত্রিত করেই আজকের এই স্মারকলিপি প্রদান বলে দাবি করেন শ্রী সেন।



