তেলিয়ামুড়া প্রতিনিধিঃ– জানা গেছে,, দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার থানাধীন নারাইফুং গ্রামের টিএসআর জওয়ান নিমাই ভিল দীর্ঘদিন ধরেই চাকুরি সূত্রে নেতাজিনগর এলাকায় নিজের দ্বিতীয় স্ত্রী’কে সঙ্গে নিয়ে ভাড়া থাকতেন। দাবি করা হচ্ছে মঙ্গলবার দুপুরে বাড়িতে অবস্থানকালেই কোনোভাবে সংশ্লিষ্ট জওয়ান বিদ্যুতের সংস্পর্শে এসে মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তী সময়ে বিষয়টা জানাজানি হওয়ার পর তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক সংশ্লিষ্ট জাওয়ানকে মৃত বলে ঘোষণা করে। এদিকে এলাকা জুড়ে গুঞ্জন তৈরি হয়েছে কিভাবে এই জওয়ানের হঠাৎ করে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটলো? এর পেছনে অন্য কোন গভীর রহস্য নেই তো? এটা নিয়ে মঙ্গলবার দিনভর গুঞ্জন গোটা এলাকা জুড়ে। পরবর্তীতে এদিন বিকেলে ময়নাতদন্ত শেষে ওই টিএসআর জওয়ানের মৃতদেহ পরিবার পরিজনদের হাতে তুলে দেয়। তবে ময়নাতদন্তের কাগজ হাতে এলেই পুলিশি তদন্তে বেরিয়ে আসবে এই মৃত্যুর আসল রহস্য।



