খোয়াই প্রতিনিধি ৫ই জুন…. সোমবার বিকেল পাঁচ ঘটিকায় খোয়াই জেলার অন্তর্গত ২৬ আশারামবাড়ী বিধানসভা কেন্দ্রের ১৯ নম্বর বুথ কমিটির উদ্যোগে বিরোধী রাজনৈতিক দল সিপিএম থেকে প্রায় দুই শতাধিক ভোটার বিজেপি দলে যোগদান করেন। এই যোগদান সভাটি অনুষ্ঠিত হয় ২৬ আশারাম বাড়ি বিধানসভা কেন্দ্রর মধ্য সিংঙি ছড়া এলাকার গুটিয়া তল সমাজ শিক্ষা কেন্দ্রের মাঠে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। উক্ত যোগদান সভাতে উপস্থিত ছিলেন কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরী বিজেপি খোয়াই জেলার সাধারণ সম্পাদক সমীর দাস আশারাম বাড়ি মন্ডলের মন্ডল সভাপতি সঞ্জীব দেববর্মা স্থানীয় প্রধান রঞ্জিত পাল, 26 আশারাম বাড়ি বিধানসভা কেন্দ্রে ১৯ নং বুথ কমিটির সভাপতি সন্দীপ ভট্টাচার্য সহ অন্যান্য। এই যোগদান সভায় আলোচনা করতে গিয়ে বিধায়ক পিনাকী দাস চৌধুরী গত ২৫ বছরের বাম শাসনের সমচলনা করেন। তিনি বলবার চেষ্টা করেন গত বিধানসভা নির্বাচনে যারা শাসকদল বিজেপিকে ভোট প্রদান করেন এবং যারা বিরোধী দলকে ভোট প্রদান করেছেন সকলেই আমাদের কর্মী সকলকে নিয়ে কাজকর্ম করতে হবে কেন্দ্রের সরকার এবং রাজার সরকার ঢালাও হারে কাজ করে যাচ্ছেন এই কাজগুলি সুফল কিন্তু গুটিয়া তল জনগণ ও ভোগ করবেন। সুতরাং এলাকার সকল অংশের জনগণ উন্নয়নমুখী সরকারের কর্মকান্ডে শামিল হতে আহ্বান রাখেন। আজকের এই সভায় এই এলাকার সাধারণ অংশের জনগণ উপস্থিত ছিলেন। উক্ত যোগদান সভায় সিপিএম দল থেকে ৬৫ টি পরিবারের ১৮৮ জন ভোটার বিজেপি দলে যোগদান করেন। বিধায়ক পিনাকী দাস চৌধুরী সকলকে উত্তরীয় পরিয়ে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে শামিল করে বরণ করে নিন।



