ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৩ সালের মাধ্যমিক, মাদ্রাসা আলিম এবং উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফল প্রকাশিত হল সোমবার। পর্ষদ সভাপতি ড. ভবতোষ সাহা এক সংবাদ সম্মেলন করে ফল প্রকাশ করা করেন।তিনি জানান এবছর মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৮,১২৯জন। পাশের হার ৮৬.০২ শতাংশ। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট ৩৩,৪৫২জন পরীক্ষার্থী ছিল। পাশের হার ছিল ৮৩.২৪শতাংশ। মাধ্যমিকে পাশের হার গতবারের তুলনায় এবার কিছু বাড়লেও উচ্চ মাধ্যমিকের পাশের হার অনেকটাই কমেছে। তিনি আরো বলেন এবছরের কোন প্রতাপ করা হয়েছে পরীক্ষা শেষ হওয়ার ৪৮ দিনের মধ্যে। ত্রিপুরা রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য পরীক্ষাগুলো অন্তত দুই সপ্তাহ পরে নিতে হয়েছে বলেও জানান।রাজধানী আগরতলার কুঞ্জবন এলাকার পর্ষদ ভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।



