বিশ্ব পরিবেশ দিবসে রাজ্যবাসীকে প্লাস্টিক ব্যবহার বন্ধ করার আহ্বান জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।আগরতলা পৌর নিগমের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “আমার জীবন, আমার স্বচ্ছ শহর-অভিযান’ বিষয়ক স্বচ্ছতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচিতে যোগ দিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী। রাজধানীর মহারাজগঞ্জ বাজারে এই কর্মসূচির আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী অন্যান্যদের সঙ্গে নিজের হাতে গাছ লাগান। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দেব, কর্পোরেটর রত্না দত্ত। মুখ্যমন্ত্রী বলেন, প্রয়োজনে একটি গাছ কাটতে হলে আরো দুটি গাছ লাগানো উচিত। এদিকে প্লাস্টিক ব্যবহারের পরিবেশ দূষণ সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে প্লাস্টিকের বিকল্প হিসেবে অন্যান্য কিছু ব্যবহারের আবেদন রাখেন।



