তেলিয়ামুড়া প্রতিনিধি :-
সংবাদে প্রকাশ, ভাগবত প্রচারন পরিষদের উদ্যোগে ২০২৩-ইং সালের অষ্টাদশতম ভাগবত ভক্তি সম্মিলনী অনুষ্ঠিত হয় এদিন তেলিয়ামুড়ার শ্রী রামকৃষ্ণ আশ্রমে। এদিন গোটা রাজ্যের ভাগবত প্রচারন পরিষদের বিভিন্ন ব্রাঞ্চের প্রতিনিধিরা এদিন অংশগ্রহণ করেন। ভাগবত প্রচারন পরিষদের মূল উদ্দেশ্য হচ্ছে সনাতন ধর্মকে এবং মানব ধর্মকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। যাতে জগতের মঙ্গল হয় এবং ভারতীয় ঐতিহ্য যাতে অক্ষুণ্ণ থাকে। সেই দিকে লক্ষ্য রেখেই ভাগবত প্রচারন পরিষদের এই মহতি উদ্যোগ। এছাড়া এদিন তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌর পিতা রূপক সরকারের হাত ধরে শুভ সূচনা হয় ভাগবতামৃত নামক একটি পুস্তকের। এদিন উপস্থিত ছিলেন,,,, তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌর পিতা রূপক সরকার, তেলিয়ামুড়া ভাগবত প্রচার পরিষদের প্রতিষ্ঠাতা নিত্যানন্দ দেব, ভাগবত প্রচারন পরিষদের সদস্য রুমা ভট্টাচার্যী সহ অন্যান্যরা।
শ্রীমৎ ভাগবত গীতার মহানুভবতা নিয়েও বিশেষ আলোচনা করা হয় এদিনের এই অনুষ্ঠানে।।



