প্রতিনিধি খোয়াই ৩১ শে মে…. বুধবার গোপন খবরের ভিত্তিতে খোয়াই চাম্পা হাওর থানাধীন হাতিমারা এলাকার রাস্তার মোড় থেকে TR01AV1571 নম্বরের একটি মালবাহী ভ্যান গাড়ি থেকে ২৫ প্যাকেট শুকনো গাজা আটক করে গোপন সূত্রের খবরের ভিত্তিতে। ঘটনার বিবরণ বিয়ে চাম্পা হওয়ার থানার ওসি শুক্রমণি দেববর্মা জানান গোপন খবরের ভিত্তিতে বুধবার সকাল সাতটা নাগাদ চাম্পা হওয়ার থানা দীন হাতিমারা এলাকার একটি রাস্তার মোড় থেকে ২৫ প্যাকেট শুকনো গাজা একটি মালবাহী ভ্যান গাড়ি থেকে উদ্ধার করেছেন। আজকের এই আটক কৃত শুকনো গাজা উদ্ধারের নেতৃত্ব দেন খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক প্রসুন কান্তি মজুমদার ,চাম্পা হাওর থানার ওসি শুক্রমণি দেববর্মা সহ তাদের অধীনস্থ পুলিশ কর্মীরা। বুধবার ভোরে গোপন খবরের ভিত্তিতে পুলিশ যখন চাম্পাহার থানাধীন হাতিমারা এলাকাতে পৌঁছান তখন গাঁজা পাচারকারীরা টের পেয়ে হাতিমারা এলাকার রাস্তার মোড়ে মালবাহী ভ্যান গাড়িটি ফেলে সে স্থান থেকে কেটে পড়েন। পরবর্তী সময়ে পুলিশ গাড়িটিকে তল্লাশি করে ২৫ প্যাকেট শুকনো গাজা উদ্ধার করেন যার বাজার মূল্য প্রায় ৭ লক্ষাধিক টাকা হতে পারে বলে চাম্পা হাওর থানার ওসি শুক্রমণি দেববর্মা সাংবাদিক দের জানান। অন্যদিকে খোয়াইয়ের শুভ বুদ্ধি সম্পন্ন জনগণের বক্তব্য কিছুদিন পরপরই খোয়াই এর বিভিন্ন এলাকা থেকে গাজা ইয়াবা ট্যাবলেট, ব্রাউন সুগার ফেন্সিডিল সহ বিভিন্ন অবৈধ নেশা সামগ্রী উদ্ধার করছে এতে কি বলা যায় না খোয়াই মহকুমা নেশা সামগ্রী উপর ভাসছে। তাছাড়া বর্তমান সময়ে অবৈধ নেশা সামগ্রী সেবন করে যুবসমাজ যেভাবে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে অন্যদিকে ছোট মাঝারি এবং রাঘব বোয়াল অবৈধ নেশা কারবারিরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে নেশা সামগ্রী কারবারীরা আইনের ফাঁকে বেরিয়ে খোয়াই মহকুমার বিভিন্ন বাজার গুলিতে অকপটে পুলিশের চোখে ধুলো দিয়ে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে খোয়াই শহর এর আশেপাশের বিভিন্ন অলিতে গলিতে। যদি পুলিশের তীক্ষ্ণ নজর রাখে তাহলে অবৈধ নেশা কারবারিদের পুলিশ জালে তুলতে সক্ষম হবেন যদিও পুলিশ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন নেশা মুক্ত করার জন্য খোয়াই মহাকুমাকে। যদিও চাম্পা হাওর থানার ওসি শুক্রমণি দেববর্মা জানান এইরকম অভিযান অর্থাৎ অবৈধ নেশা সামগ্রী আটক এবং অভিযান জারি থাকবে আগামী দিনও। এখন দেখার বিষয় আগামীদিনে পুলিশ কতটুকু ব্যবস্থা নিতে পারে সেই নেশাদারদের বিরুদ্ধে সেটাই দেখার বিষয়।