Friday, November 14, 2025
বাড়িখবররাজ্যগিনেজ বুকে নাম লেখাতে চলেছেন রাজ্যের ছেলে সিদ্ধার্ত

গিনেজ বুকে নাম লেখাতে চলেছেন রাজ্যের ছেলে সিদ্ধার্ত

প্রায় কুড়ি হাজারেরও বেশী ২০০০০. কুইলিং এর কাগজ দিয়ে হৃদয় তৈরি করে গিনিজ এর বিশ্ব রেকর্ডে নাম নথীভুক্ত করানোর লক্ষ্যে রাজ্যের যুবক সিদ্ধার্থ সাহা। কৃষ্ণনগর এডভাইজার চৌমুহানি নিবাসী সিদ্ধার্থ সাহা পেশায় একজন ব্যাংক কর্মী। বাবা মৃত পীযূষ কান্তি সাহা ছিলেন সরকারি ছাপাখানা এবং মুদ্রণ বিভাগের কর্মী মা শ্রীমতী অনিতা সাহা শিক্ষিকা। তার শৈশব আর সাধারণ পাঁচটা বাচ্চার মত ছিল না জন্মের মাত্র সাত মাস বয়সে ধরা পরে হিমোফিলিয়ানামক এক রাজরোগ। বাইরের মাঠে খেলাধুলা কিংবাঘুড়ি উড়ানো সাইকেল চালানো সবেতেই ছিল নিষেধাজ্ঞা। সময় কাটতে ভাই পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়া ক্রাফটের জিনিস বানানো ছবি আঁকা ইত্যাদিতে মনোনিবেশ করে সিদ্ধার্থ। ২০০৮ সালে নেতাজী সুভাষ বিদ্যানিকেতন থেকে দ্বাদশ এবং ২০১১ সালে ভবনস কলেজ থেকে কম্পিউটার সাইন্সে স্নাতক উত্তীর্ণ হয়ে ২০১৩ সালে একটি সরকারী ব্যাংকে যোগদান করে সিদ্ধार्थ। ব্যাংকের কাজের চাপ সামলে এবং শারীরিক অসুস্থতাকে একপ্রকার বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে একের পর এক সৃষ্টির নেশায় মেতে উঠে সে। ২০১২ সাল থেকেই কুইলিং পেপারের কাজ শুরু। নানারকম গহনা দেওয়াল চিত্র লোগো কিংবা 3D আর্টের কাজ করে একের পর এক তাক লাগায় সে পুরস্কৃতও হয় বিভিন্ন সংস্থার কাছ থেকে। শুরু হয় কাগজ ঘর। ২০২০ সালে লকডাউনের সময় সবাই যখন ঘরবন্দী তখন সেই অফুরন্ত সময় কাটানোর জন্য খেয়াল হয় নতুন কিছু করার। রবীন্দ্র নাথ ঠাকুরের হাট কবিতাটিকে ছোট 3D মডেলে প্রস্তুত করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে খেতাব অর্জন করার পর ২০২১ এর শুরুর দিকেই ভাবনা শুরু হয় গিনিজের। অবশেষে ২০২২ এর শেষের দিকে গিনিজ থেকে তার আবেদন গ্রহণ করার পর কাজ শুরু হয়। প্রায় ২০০০০ এর ও বেশী হৃদয় তৈরি করে ভালবাসা সকলের জন্যে শীর্ষক বার্তাটিকে সামনে রেখে বৃহত্তম কুইলিং এর হৃদয়ের প্রদর্শনী এই শিরোপাটির লক্ষ্যেতার কাজ শুরু হয়। বর্তমান সময়ের এই এক অস্থির পরিস্থিতিতে মানুষ যেখানে মানুষকে হেয় প্রতিপন্ন করে কিংবা ঘৃণা প্রদর্শন করে এক অদ্ভুত লড়াইয়ে মেতে উঠেছে ঠিক তখনই ভালবাসার বার্তা ছড়িয়ে দিয়ে সকলের হৃদয়ে জায়গা করে নিতে চায় সিদ্ধার্থ। তার এই আসন্ন কর্মযজ্ঞকে সামনে রেখে আগামী ২৭ তারিখ বিকেল চারটা থেকে ২০০০০ এর ও বেশী কুইলিং এর হৃদয়ের এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে নজরুল কলাস্থিত ললিতকলা একাডেমীতো যা চলবে ২৮ ও ২৯ তারিখ সকাল ১০ টা থেকে রাত ৯টা পর্যন্ত। এই প্রদর্শনীটি সকলের জানা উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানের শুভ উদ্ভোদন করবেন মহারাষ্ট্র পুনে থেকে আগতশ্রী পসাদ এরান্ডে। যার ঝুলিতে রয়েছে ছয়টি গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এর শিরোপা। এছাড়াও উপস্থিত থাকবেন নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের বর্তমান প্রধান শিক্ষিকা শ্ৰীমতী বর্নালী মজুমদার মহোদয়া। কলকাতা থেকে আগত বিশিষ্ট কুইলিং শিল্পী সীমন্তি রাহা আসাম ভেজপুর বিশ্ববিদ্যালয়ের সামাজিক কর্মবিভাগের অধ্যাপিকা ডঃ সমহিতা বোরা এবং আগরতলা সরকারী চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের অঙ্কন প্রশিক্ষক শ্রী জয়দীপ ভট্টাচার্য মহোদয় এই প্রদর্শনীর সাক্ষী হিসেবে সমস্ত কুইলিং এর তৈরি হৃদয় গননা করে গিনিজে তাদের কাগজ পাঠাবেন। তারপরই গিনিজ সিদ্ধান্ত নেবে এই শিরোসা দেওয়া যায় কিনা। পুরো রাজ্যবাসী এখন এর ফলাফলের অপেক্ষায় তাকিয়ে।শারীরিক সমস্ত বাধাকে কাটিয়ে নিজে প্রায় ৬০ শতাংশেরও বেশী প্রতিবন্ধী হয়েও সমস্ত হিমোফিলিয়ায় আক্রান্ত রোগীদের কাছে সিদ্ধার্থ এক দৃষ্টান্ত স্থাপন করতে চায় যে হিমোফিলিয়া জীবনের শেষকথানয়। বরং সেই চ্যালেঞ্জ থেকেই নতুন করে শুরু। গতানুগতিকতার বাইরে বেড়িয়ে মনের জোড় কে বাড়ানো এবং নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়াতেই সে দৃঢ়প্রতিজ্ঞ। তার জীবনের সফ পুরুষ তার ঠাকুরদা মৃত গোপী বল্লভ সাহা যিনি ছিলেন একজন স্বাধীনতাসংগ্রামী ও নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ten + 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য