মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নির্দেশে আগরতলা শহরকে যানজট মুক্ত করতে উদ্যোগী হল আগরতলা পৌরনিগম কর্তৃপক্ষ। শহরের একাধিক স্থানে হবে পার্কিং জোন ।এতে যানবাহনের পার্কিং করার সুব্যবস্থা থাকবে। এই লক্ষ্যকে সামনে রেখে বৃহস্পতিবার শহরের বিভিন্ন স্থান পরিদর্শন করেন আগরতলা পৌর নিগমের অতিরিক্ত কমিশনার মোঃ সাজ্জাদ। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ,অনতিবিলম্বে এই পার্কিং এলাকাগুলোকে চিহ্নিত করে কাজ শুরু করা হবে। তবে এই পার্কিংজোন গুলো পেইড পার্কিং হবে কিনা সে সম্পর্কে এখনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলে জানান তিনি।



