তেলিয়ামুড়া প্রতিনিধি
মানসিকভাবে অত্যাচার করে গৃহবধূকে আত্মহত্যা করতে বাধ্য করায় মৃতার বাবার অভিযোগ মূলে শাশুড়িকে বৃহস্পতিবার সকালে তেলিয়ামুড়া শান্তি নগর স্থিত বাড়ি থেকে গ্রেপ্তার শাশুড়ি, পুলিশ তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। উল্লেখ্য,, প্রেম, পরে সামাজিক রীতিনীতি মেনে বিয়ে। সামাজিকভাবে বিয়ের পর পারিবারিক অশান্তি এবং মানসিকভাবে অত্যাচার সহ্য করতে না পেরে চলতি বছরের ২৮শে এপ্রিল শান্তিনগর এলাকার মনীষা রায় নামের এক গৃহবধূকে আত্মহত্যা করতে বাধ্য করে তার শ্বশুর বাড়ির লোক জন এমনটাই অভিযোগ মৃতার বাপের বাড়ির লোকজনের। পরবর্তীতে ৩৩ দিন চিকিৎসাধীন থাকার পর জীবন যুদ্ধে হার মেনে ১লা এপ্রিল মৃত্যু হয় ওই গৃহবধূর। ২’রা এপ্রিল মৃতার আত্মহত্যার ব্যাপারে মৃতার বাবা থানায় অভিযোগ করে। তেলিয়ামুড়া থানার পুলিশ ৪৯৮ (এ) এবং ৩০(বি) ভারতীয় দণ্ডবিধি ধারায় মামলা গ্রহণ করে। এই ধারা অনুযায়ী তেলিয়ামুড়া থানার পুলিশ বৃহস্পতিবার সকাল নাগাদ অভিযুক্ত তথা মৃতার শাশুড়ি নমিতা বিশ্বাস’কে গ্রেপ্তার করে। খোয়াই আদালতে প্রেরণ করে। মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন,, বাকি অভিযুক্তরা বর্তমানে পলাতক।



