Friday, November 14, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদশিক্ষকের বাড়ি থেকে অবৈধ চেরাই কাঠ উদ্ধারের ঘটনায় গোটা এলাকা জুড়ে ছিঃ...

শিক্ষকের বাড়ি থেকে অবৈধ চেরাই কাঠ উদ্ধারের ঘটনায় গোটা এলাকা জুড়ে ছিঃ ছিঃ রব

তেলিয়ামুড়া প্রতিনিধি :-
শিক্ষার মেরুদন্ড শিক্ষকের বাড়ি থেকে অবৈধ চেরাই কাঠ উদ্ধারের ঘটনায় গোটা এলাকা জুড়ে ছিঃ ছিঃ রব উঠেছে। এদিকে তেলিয়ামুড়া মহকুমার বিস্তীর্ণ বনাঞ্চল ফাঁকা হয়ে যাচ্ছে বনদস্যু’দের দৌলতে। তেলিয়ামুড়া মহকুমার বিস্তীর্ণ এলাকার বনাঞ্চলের মূল্যবান গাছ কেটে কেটে বনদস্যুরা পাচার করে দিচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত সহ বহিঃ রাজ্যে। বনের গাছপালা ধ্বংস হওয়ার ফলে পরিবেশ তার ভারসাম্য দিনের পর দিন হারিয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া বনদপ্তরের রেঞ্জ অফিসের অধীন নেতাজিনগর এলাকা স্থিত বিশিষ্ট শিক্ষক দুলাল পালের বাড়িতে অভিযান চালায় বনদপ্তরের কর্মী। শিক্ষক দুলাল পালের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অবৈধ ভাবে মজুদ রাখা চোরাই কাঠ উদ্ধার করতে সক্ষম হয় বনদপ্তরের কর্মীরা। এদিকে এলাকাবাসীদের খবর সূত্রে জানা গিয়েছে,,,, বিগত কয়েক মাস ধরে দুলাল পালের সংগীত বিদ্যালয়ের ঘরের কাজ চলছে। ঘরের কাজ করার জন্য অবৈধভাবে চেরাই কাঠ মজুদ করে চলেছে দীর্ঘদিন ধরে। যদিও শিক্ষক দুলাল পাল পুরো ঘটনাটি অস্বীকার করে বনদপ্তরে কর্মীদের কাছে। উনার দাবি কে বা কাহারা অবৈধভাবে চেরাই কাঠ তার বাড়িতে রেখে দিয়ে গিয়েছে তাকে বদনাম করার জন্য। এদিকে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে একাংশ শুভবুদ্ধি মহলের অভিমত,,, একজন শিক্ষক হয়ে অবৈধভাবে চেরাই কাঠ ব্যবহার করার বিষয়টি একেবারে যুক্তিসম্মত নয়। কারণ, দুলাল বাবু শিক্ষার মেরুদন্ড। ছাত্র-ছাত্রীদের সত্য নিষ্ঠা ভাবে বৈধ কাজ করার পরামর্শ অবশ্য দিয়ে থাকেন। এলাকাবাসীদের অভিমত অনুসারে উনার পক্ষে অবৈধ চেরাই কাঠ ব্যবহার করে ঘর তোলাটা মোটেই যুক্তি সম্মত নয়। এদিকে দুলাল পালের মতো আরো এমন শিক্ষিত লোকজন রয়েছে যারা বনদস্যুদের কাছ থেকে রাতের অন্ধকারে অবৈধভাবে চোরাই কাঠ সংগ্রহ করছে অর্থের বিনিময়ে। যদিও বনদপ্তরের লাইসেন্স প্রাপ্ত বৈধ কাঠ ক্রয়ের দোকান রয়েছে। দুলাল পালের মত আরো শিক্ষিত মানুষজনেরা বৈধ কাঠের দোকান থেকে কাঠ ক্রয় করাটাই স্বাভাবিক। এদের মত লোকজন এবং বনদস্যূদের দৌলতে দিনের পর দিন বনজঙ্গলের গাছপালা ধ্বংস হয়ে যাচ্ছে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য