আগরতলা পৌর নিগমের ৫১ নম্বর এবং ৪৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার। মেয়রের সাথে ছিলেন স্থানীয় কর্পোরেটর প্রশান্ত চন্দ ভৌমিক ,উদয় ভাস্কর চক্রবর্তী ,আগরতলা পৌর নিগমের আধিকারিকসহ অন্যান্যরা। এদিন মেয়র সংশ্লিষ্ট এলাকার মেড্ডা চৌমুহনী সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। পরে মেয়র জানান ,মেড্ডা চৌমুহনী থেকে রবীন্দ্রনগর পর্যন্ত সড়কটি সংস্কারের জন্য সাড়ে নয় কোটি টাকার কাজ শীঘ্রই শুরু হবে ।সংশ্লিষ্ট কাজ সম্পন্ন হলে রাস্তায় জল জমবে না।



