সর্বশিক্ষা প্রকল্পে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের নিয়মিতকরনের আর্জি মঙ্গলবার নাকচ হল উচ্চ আদালতে। কর্মক্ষেত্রে নিয়মিতকরনের আর্জি জানিয়ে ত্রিপুরা উচ্চ আদালতে আবেদন করেছিলেন সংশ্লিষ্ট শিক্ষকরা। মঙ্গলবার বিচারপতি অরিন্দম লোধের সিঙ্গেল বেঞ্চে আবেদনের শুনানী পর্ব চলে। শুনানী শেষে আবেদন নাকচ করে দেন বিচারপতি। এই রায় সম্পর্কে আবেদনকারীদের আইনজীবী কৌশিক রায়ের বক্তব্য, তারা মামলার রায়ের কপি দেখে পরবর্তী পদক্ষেপের কথা ভাববেন। সব মিলিয়ে আদালতের এই রায়ে সর্বশিক্ষায় নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের নিয়মিতকরনের প্রত্যাশায় আপাতত ইতি ঘটল।



